তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির (প্যাড'স) উদ্যোগে জুলাই-আগষ্ট ছাত্রজনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এসময় বিতার্কিকসহ প্রায় ২০জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
বুধবার ( ৬ আগষ্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের ২০৪ নং রুমে এটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, স্পিকার ছিলেন বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন , লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অধ্যাপক মোঃ সেলিম, অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ও অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান।
সংসদীয় পদ্ধতির এ বিতর্কে সরকার দলে ছিলেন শামিমা আক্তার ( প্রধানমন্ত্রী), শারমিন স্বর্ণা ( মন্ত্রী) ও শাকিল মীর ( সংসদ সদস্য ) এবং বিরোধী দলে ছিলেন মুনতাকিম রহমান ( বিরোধী দলীয় নেতা), আব্দুল্লাহ আল নোমান ( উপনেতা) ও আরিফা সেতু ( সংসদ সদস্য)।
এসময় সরকার দল বিভিন্ন সংস্কার কমিশন এবং তাদের অগ্রগতি, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, অর্থনৈতিক পুনর্গঠন, দেওয়ানি কার্যবিধি সংশোধন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, কর্ম কমিশন সংস্কার, বিডা সম্মেলন, তত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বৈদেশিক বানিজ্যে অগ্রগতি ইত্যাদি ব্যাপারগুলোকে তাদের বক্তব্যে তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দলবিচার ব্যবস্থার ধীরগতি, সংস্কার দীর্ঘমেয়াদী,অবকাঠামোগত, পরিবর্তনের অভাব, গণতন্ত্রের অনিশ্চয়তা ইত্যাদি ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য, বিচারকদের মুল্যায়নে সরকার দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
একে