ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেল চারটার
দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান, পুলিশ। নিহত আকরাম হোসেন(১৭) উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, গত এক সপÍাহ আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যায় আকরাম। আজ দুপুরে আবারো চুরি করতে গেলে তাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গুরুতর
আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান, এই কর্মকর্তা।