স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে ১১ রান করার পর আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এই চোটের কারণে এরপর আর ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারেননি তিনি। সিরিজের একমাত্র সেই টেস্টে ২২০ রানে জয় পায় বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন তামিম-সাকিবরা। প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল মুশফিকুর রহিমের।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে আসছেন মুশফিক।
জানা যায়, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা-মা। অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতেই আজ রাতে জিম্বাবুয়ে সফর থেকে হঠাৎ দেশে ফিরে আসছেন মুশফিক।
বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা হচ্ছে না।
সময় জার্নাল/এসএ