রবিবার, ১০ অগাস্ট ২০২৫

রসায়নের ভবিষ্যৎ: এআই ও রসায়নের সংযোগ

শনিবার, আগস্ট ৯, ২০২৫
রসায়নের ভবিষ্যৎ: এআই ও রসায়নের সংযোগ

মোঃ মুরাদ হোসেন:

বর্তমান রসায়ন কোথায় পৌঁছে গেছে তা একটু বলি- "রসায়নের কাঁচের বোতল এখন কম্পিউটারের স্ক্রিনে ধরা দিচ্ছে। গবেষণাগারের গন্ধ আজ মিশে যাচ্ছে কোডের লাইনে। রসায়নের ভবিষ্যৎ—এখন ডিজিটাল!"

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই ) বিজ্ঞান গবেষণাকেও পাল্টে দিচ্ছে আমূলভাবে। বিশেষ করে রসায়ন—এক সময়ের টেস্টটিউব, দাহ্য পদার্থ আর গন্ধে ভরা গবেষণাগার—আজ তা রূপ নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এক স্মার্ট ল্যাবে। এআই-এর সঙ্গে রসায়নের সংযোগই হতে যাচ্ছে সবচেয়ে বড় বৈপ্লবিক পরিবর্তন। সংগ্রহীত তথ্যের আলোকে প্রশ্নোত্তর--

রসায়ন জগতে যেভাবে কাজ করছে এআই—
AI এখন এমন সব কাজ করতে পারছে, যেগুলো একসময় কেবল অভিজ্ঞ গবেষকদের কাজ ছিল। যেমন-
➤নতুন অণু ও যৌগ আবিষ্কার: এআই দিয়ে এখন এমন জটিল অণুর গঠন পূর্বাভাস দেওয়া যায়, যেগুলো নতুন ওষুধ, রং বা কনডাকটিভ মেটেরিয়াল হতে পারে। উদাহরণস্বরূপ, DeepMind এর "AlphaFold" প্রোটিন স্ট্রাকচার নির্ধারণে এক যুগান্তকারী উদাহরণ।
➤প্রতিক্রিয়া পূর্বাভাস ও সিমুলেশন:
কোন দুটি উপাদান একসঙ্গে মিশে কী তৈরি করবে, কতটা সময় লাগবে, কোন অবস্থায় প্রতিক্রিয়া হবে—এসব আগেই অনুমান করে দিতে পারছে AI অ্যালগরিদম।
➤ডেটা বিশ্লেষণ ও ত্রুটি শনাক্তকরণ:
ল্যাবে বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে AI নির্ধারণ করতে পারে কোন ধাপে ত্রুটি ঘটছে। ফলে গবেষণা হয় দ্রুত, ব্যয়ও কম।

উদ্ভাবনের নতুন দিগন্ত ◑ এআই + রসায়ন 
✪ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন ওষুধ তৈরি হচ্ছে আগের চেয়ে দ্রুত, কম খরচে।
✪পরিবেশবান্ধব পলিমার ও স্মার্ট রং তৈরিতেও এআই-এর সাহায্যে উদ্ভাবন হচ্ছে।
✪Green Chemistry–র নীতিতে আরও নির্ভুল ও ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়া বিকল্প রাস্তা খোঁজা সম্ভব হচ্ছে এআই-এর মাধ্যমে।

সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব কী?
আপনি যখন নতুন একটি প্রসাধনী ব্যবহার করেন, নিরাপদ ও কার্যকর তা নিশ্চিত করতে ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে রসায়ন ও এআই। কিংবা যখন কোনও রোগের চিকিৎসার জন্য বাজারে আসে নতুন ওষুধ, এর পেছনে থাকে হাজার হাজার ডেটা বিশ্লেষণ ও প্রেডিকশন—সব এআই ও কেমিস্টদের যুগলবন্দিতে সম্ভব।

ভবিষ্যৎ কেমন হতে পারে?
একটি কল্পনার দৃশ্য ভাবুন—একজন রসায়নবিদ তার কম্পিউটারে বসে শুধুমাত্র লক্ষ্যবস্তু লিখে দেন: “কম খরচে পরিবেশবান্ধব ব্যাটারির উপাদান।” কয়েক মিনিটেই এআই বিশ্লেষণ করে প্রস্তাব দেয় সম্ভাব্য যৌগগুলোর তালিকা, প্রয়োজনীয় সুরক্ষা তথ্যসহ। গবেষক শুধু যাচাই করবেন ও উন্নয়ন করবেন।
এটাই হতে যাচ্ছে ভবিষ্যতের রসায়ন গবেষণার বাস্তব চিত্র।

রসায়নের ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে এর পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে আরও বিস্ময়কর। সময় এসেছে রসায়নবিদদের—এআই কে সহকারী নয়, বরং অংশীদার হিসেবে গ্রহণ করার। কারণ, ভবিষ্যতের রসায়ন হবে ডেটা-চালিত, দ্রুতগতি সম্পন্ন ও সীমাহীন সম্ভাবনাময়।

লেখক: মোঃ মুরাদ হোসেন
শিক্ষার্থী, রসায়ন বিভাগ,
হাবিপ্রবি দিনাজপুর।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল