স্পোর্টস ডেস্ক: তামিম-মোস্তাফিজ ইনজুরিতে, পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকও। অধিনায়ক তামিম ইকবাল ইনজুরি নিয়েই প্রথম ওয়ানডেতে খেলবেন। তবে মুস্তাফিজকে পাবে না বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট জিতে নির্ভার বাংলাদেশ দলকে তাই ওয়ানডে সিরিজের আগে কিছুটা ঝক্কি পোহাতে হচ্ছেই। পরিস্থিতি যা-ই হোক, জয়ের লক্ষ্যে অবিচল টাইগাররা। সিরিজ হবে আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে। তাই পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ। তিন ম্যাচেই সেরা দল খেলাবে সফরকারীরা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
শক্তিমত্তায় দুই দলের ব্যবধান বেশ স্পষ্ট। তারপরও হোম কন্ডিশনে জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ। এ সিরিজে সব ম্যাচ জিতলে ওয়ানডেতে প্রথম কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরি পূর্ণ হবে টাইগারদের।
গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কথায় স্পষ্ট, স্বাগতিকদের কোনো ছাড় দিবে না বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমি তো চাইব প্রত্যেক ম্যাচই জিততে। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট। আশাবাদী সিরিজ জিতব। কালকের (আজ) প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সিরিজের প্রত্যেকটি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন তামিম। তিনি বলেছেন, ‘সুপার লিগ খেলছেন, প্রত্যেক ম্যাচের আলাদা গুরুত্ব আছে। তিনটা ম্যাচেই আমরা সেরা দল খেলানোর চেষ্টা করব।’
জিম্বাবুয়ের সময়ে সকালে খেলা শুরু হবে। আগে ব্যাটিং করলে ইনিংসের শুরুতে সতর্ক থাকতে হবে ব্যাটসম্যানদের। সতীর্থদের উদ্দেশে অধিনায়ক বলেছেন, ‘সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা পাবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’
তামিমের মতে, মুস্তাফিজের খেলার সুযোগ ফিফটি-ফিফটি। যদিও চিকিত্সকদের ভাষ্য অনুযায়ী সেই সম্ভাবনা আসলে শূন্যের কোটায়।
ব্যাটিং অর্ডারে তিনে ফিরলেও শ্রীলঙ্কা সিরিজে বড় রান পাননি সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষেও একই পজিশনে খেলবেন তিনি। তবে তাকে নিয়ে চিন্তিত নন তামিম। ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয় এই পর্যায়ের খেলোয়াড় যে কোনো ম্যাচে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। হোক ব্যাটিং, হোক বোলিং। আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো ক্রিকেটারের উত্থান-পতন থাকে। এটা খুব স্বাভাবিক। আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে।’
সময় জার্নাল/এমআই