স্পোর্টস ডেস্ক:
বাস্কেটবলের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবি ব্রায়ান্টের ছবি ও স্বাক্ষরযুক্ত একটি কার্ড নিলামে প্রায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড়শো কোটিরও বেশি।
নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, শনিবারের এই বিক্রির মধ্য দিয়ে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কার্ডের নতুন রেকর্ড গড়েছে।
'২০০৭-০৮ আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান' নামক এই কার্ডটিতে দুই কিংবদন্তি খেলোয়াড়ের ছবি, স্বাক্ষর এবং তাদের জার্সি থেকে নেওয়া এনবিএ লোগোর দুটি প্যাচ রয়েছে।টেক্সাসের ডালাস শহরে এই নিলাম অনুষ্ঠিত হয়।
এর আগে সবচেয়ে দামি স্পোর্টস কার্ডের রেকর্ডটি ছিল বেইসবল কিংবদন্তি মিকি ম্যান্টলের একটি কার্ডের দখলে, যা ২০২২ সালে ১ কোটি ২৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
হেরিটেজ অকশনসের ক্রীড়া নিলামবিষয়ক পরিচালক ক্রিস আইভি গত জুলাইয়ে এক বিবৃতিতে কার্ডটি সম্পর্কে বলেন, 'এই কার্ডটির চাহিদা আকাশচুম্বী, যা খুবই যৌক্তিক। মাইকেল জর্ডান এবং কোবি ব্রায়ান্টকে একসঙ্গে নিয়ে তৈরি করা এটিই একমাত্র 'ডুয়াল লোগোম্যা' কার্ড, এ কারণেই এটি সংগ্রাহকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত কার্ডে পরিণত হয়েছে। আর ২০২০ সালে কোবি ব্রায়ান্টের মর্মান্তিক মৃত্যুর কারণে এটি চিরকালই 'একমাত্র' কার্ড হিসেবে থেকে যাবে।'
উল্লেখ্য, ট্রেডিং কার্ড কোম্পানি 'আপার ডেক' ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে 'ডুয়াল এনবিএ লোগো অটোগ্রাফস' নামের এই সিরিজটি প্রকাশ করেছিল, যেখানে বাস্কেটবলের একাধিক কিংবদন্তি তারকাকে একই কার্ডে দেখা যায়।
এই সিরিজের প্রত্যেকটি কার্ডের কেবল একটি সংস্করণই প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে জর্ডানকে আটটি কার্ডে দেখা গেছে, যেখানে তার সঙ্গে ছিলেন লেব্রন জেমস ও স্কটি পিপেনের মতো তারকারা। অন্যদিকে, ব্রায়ান্ট ছিলেন মোট ১১টি কার্ডে।
এমআই