নিজস্ব প্রতিবেদক:
প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে তারা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে না।
এদিকে শাহবাড় মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বনানী ও টেকনিক্যাল মোড়ে দুটি আন্দোলনের কারণে সকাল থেকেই যানজট দেখা দেয় রাজধানীতে। বিকেলের এই অবরোধের ফলে ভোগান্তি আরও বাড়ে।
এর আগে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেখানে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ প্রকৌশল অনুষদ চালু আছে, এমন সব বিশ্ববিদ্যালয়কে মিছিল নিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়। এছাড়া ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করা হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাতে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকলে পুলিশের ব্যারিকেডের মুখে সাকুরা মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। রাত পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।
জানা গেছে, ট্রিপলই ১৭ ব্যাচের একজন শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমার টেকনিশিয়ানরা উপসহকারী প্রকৌশল দফতরে জিম্মি করে রাখে এবং হত্যা হুমকি দেয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন বুয়েট শিক্ষার্থীরা। এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়াসহ তিন দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এমআই