বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাডেমিক সেমিনারের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে গ্যারেজে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যারেজের পরিবহন ছাউনিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র্যাগিং প্রতিরোধ’ শীর্ষক সেমিনার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পরও বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়াম নেই। ফলে শিক্ষার্থীদের সেমিনার, কর্মশালা কিংবা আনুষ্ঠানিক আয়োজনগুলো করতে হচ্ছে বিভিন্ন বিকল্প স্থানে—কখনো ক্লাস রুমে, কখনো খেলার মাঠে, আবার এবার গ্যারেজে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী একাডেমিক নিয়মনীতি মেনে চলা ও র্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, “র্যাগিংয়ের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। বৈষম্য কিংবা র্যাগিংয়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।”
যদিও অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তবে গ্যারেজে আয়োজন হওয়ায় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছেন। শিক্ষার্থীরা বলছেন, “অডিটোরিয়াম না থাকায় প্রতিটি আয়োজনেই সম্মানহানি হচ্ছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ অবস্থা কাম্য নয়।”
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।
সেমিনারে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
এমআই