মো: রাব্বি হাসান, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ৩ দফা দাবিতে ১ মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) সংলগ্ন নির্মানাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দুটিকে একাডেমিক ভবন ৩ ও আবাসিক হলের ব্যানার টাঙিয়ে দিল শিক্ষার্থীরা।
আজ ( ২৭ আগস্ট) রাত ৯ টার দিকে ব্লকেড কর্মসূচি শেষ করে ভবন দুটি দখল করার ঘোষণা দেন এবং তৎক্ষনাৎ দুটি ভবনের গেইটে ব্যানার টাঙ্গিয়ে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) শিক্ষার্থীরা।
এর আগে বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের নিচতলায় কিছুক্ষন অবস্থান করে পরবর্তীতে স্লোগান নিয়ে ঢাকা- কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ করে তারা ব্লকেড কর্মসূচি পালন করেন।
কর্মসূচির শুরুতে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
ভাইস চ্যান্সেলর বলেন, " এটা অবশ্যই আমাদের ছাত্র- শিক্ষক সবার যৌক্তিক দাবি কিন্তু আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য বরাদ্দ হয়ে গেছে। যেটা আগামী ৩ মাসের মধ্যে দৃশ্যমান হবে। আর জমি অধিগ্রহণের জন্য আমরা ডিসি অফিসে যোগাযোগ করেছি যে আমাদের আগের জমি সংক্রান্ত ফাইলগুলো খুজে বের করার জন্য। এগুলো অবশ্যই দীর্ঘমেয়াদী কাজ যার জন্য আমাদের সবাইকে প্লান করে আগাতে হবে, রাস্তা ব্লক করা কোন সমাধান নয়। এর জন্য আমরা সবাই মিলে বসতে পারি"
যে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তা হল (১)অবকাঠামোগত উন্নয়ন (২)পরিবহন সমস্যা দূরীকরণ ও (৩) ভূমি অধিগ্রহণ।
একে