নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবির সম্মান ও মর্যাদা রক্ষায় একটি সুসংহত জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়ন করার জোরালো দাবি জানানো হয়েছে। ১২ ভাদ্র ১৪৩২ বাংলা / ২৭ আগস্ট ২০২৫, বুধবার, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আলোচনায় অংশগ্রহণ করে বিশিষ্ট ব্যক্তিত্বরা এ দাবি করেন।
কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নজরুল শুধু একজন সাহিত্যিক নন, তিনি বাঙালির মুক্তচেতনার প্রতীক এবং জাতীয় ঐক্যের অনুপ্রেরণা। তাঁর সাহিত্য, সঙ্গীত ও জীবনদর্শন প্রজন্ম থেকে প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি যুগিয়েছে। অথচ দুঃখজনকভাবে জাতীয় কবি হিসেবে তাঁর মর্যাদা ও উত্তরাধিকার সংরক্ষণের জন্য কোনো নির্দিষ্ট নীতিমালা বা আইন আজও রাষ্ট্রীয়ভাবে প্রণয়ন করা হয়নি।
এমআই