নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে এক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানায় দলটি।
এসময় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা আমাদের হতাশ করেছে।'
তিনি আরও বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের ৬টি উপায় নিয়ে ঐকমত্য কমিশনে মতামত পাওয়া গেছে, যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভাসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে। কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, তার সাথে নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে।'
আরিফুল ইসলাম আদীব আরও মন্তব্য করেন, 'আমরা আশা করেছিলাম, নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি, অজানা কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনী ভিত্তি দেওয়ার উপায় নির্ধারণ হয়নি।'
সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, '২৯ আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে উঠানের সংবিধান বৈঠক হবে দেশের বিভিন্ন জেলার ২৭ উপজেলায়। আমাদের লক্ষ্য, নতুন গণপরিষদ ও নতুন সংবিধান এবং বিচার নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি ৪৫০ উপজেলায় আয়োজন করা।'
তিনি আরও বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র উপায় এর শক্তিশালী আইনি ভিত্তি। এর পরিণতি যেন তিন জোটের রূপরেখার মতো না হয়, সেজন্য আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন চাই।'
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জয়নাল আবেদীন শিশির, মুশফিক উস সালেহীন প্রমুখ।
এমআই