বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আর ছয়দিন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সারল বেশ ভালোভাবেই। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে আগেই। আজ শেষ ম্যাচে লাল-সবুজের দল মাঠে নেমেছে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আর শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন লিটন।
বাংলাদেশের নিয়মিত দুই ওপেনার আজ দলে নেই। তানজিদ তামিম ও পারভেজ ইমনের বদলে তাই ওপেনিংয়ে দেখা যায় লিটন ও সাইফ হাসানকে। এ দুজনের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৩৯ রান। তবে সাইফ রানের দেখা পাননি। ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এদিকে সাইফ ফিরলেও বাংলাদেশের রানের চাকা থেমে থাকেনি। চার-ছয়ের পসরা সাজিয়ে দলকে রান এনে দেন লিটন। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় থাকা টাইগার অধিনায়ক ডাচ বোলারদের বিপক্ষে দ্রুত রান তোলেন।
২৭ বলেই আজ ফিফটির দেখা পান লিটন। এদিকে লিটন আজ ফিফটি করে গড়েছেন দারুণ এক রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ১৪টি ফিফটি লিটনের। এতদিন রেকর্ডটি ছিল সাকিবের, তার হাফ সেঞ্চুরি ১৩টি।
এমআই