নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বেশিরভাগ দেশেই মধ্যস্থতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে। কম খরচে ও দ্রুত সময়ের মামলা নিষ্পত্তি করা যায় এ প্রক্রিয়্য় জানান তিনি।
সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে অডিটোরিয়ামে সংশোধিত আইন অর্ডিনেন্স ২০২৫ এর অধীনে মেডিয়েশন প্রক্রিয়া বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেম।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস এন গোস্বামী বলেন, শান্তিময় সমাজ গঠনে মেডিয়েশন বা মধ্যস্থতার ভূমিকা অনেক।
এছাড়াও বক্তব্য রাখেন সার্ক মেডিয়েটর ফোরাম এর চেয়ারম্যান ডক্টর জর্জ ইয়ুশু ভেদা ভিক্টর। এছাড়া নেপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শশী অধিকারী, আফ্রিকা এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন এর চেয়ারম্যান ম্যাডেলিন কিমি, সাতক্ষীরার জেলা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক এবং রাজনৈতিক বিশ্লেষক শম্পা বসু বক্তব্য রাখেন।
কর্মশালায় পয়ষট্টি জনকে সার্টিফিকেট দেয়া হয়।
এমআই