মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

জাবিতে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'র নতুন কমিটি ঘোষণা

শনিবার, জুলাই ১৭, ২০২১
জাবিতে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'র নতুন কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি: সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। 

শুক্রবার (১৬ জুলাই) সংগঠনটির প্রচার সম্পাদক তামিম ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ এর আগে সন্ধ্যায় অনলাইন মাধ্যমে  'দায়িত্ব হস্তান্তর' অনুষ্ঠানে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। 

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী আবির হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আলিফ বিন হাসান। 

এছাড়া কমিটিতে অন্যান্যরা হলেন, খন্দকার জুবায়ের জহির আবেশ (সহ-সাধারণ সম্পাদক), শারাফ আনজুম মিশি (সহ-সাধারণ সম্পাদক), ফারিহা হাসান আরশি (সাংগঠনিক সম্পাদক), সৈয়দা রুকাইয়া বিনতে ইমাম তুনায (সহ-সাংগঠনিক সম্পাদক), আরিফা সুলতানা রিতু (কোষাধ্যক্ষ), শামসুন নাহার (সম্পাদক- পাবলিক রিলেশন), মুজাহিদ বান্নাহ (সম্পাদক -ডিজাইন),  ওয়াসিফ ফুয়াদ সিয়াম (সম্পাদক- রিসার্চ), শাহরিয়ার ইমন (সম্পাদক- প্রোকিউরমেন্ট), রাকিব (সম্পাদক- প্রশাসন), তামিম ইসলাম (সম্পাদক- মিডিয়া), ফারিহা হায়দার (সম্পাদক- প্রমোশন), ফারহাতুল কুবরা নাইমা (সম্পাদক- দক্ষতা উন্নয়ন), আয়েশা আক্তার ইতি ( সম্পাদক- সোশ্যাল ওয়েলফেয়ার), আবু সাদাত মো. সায়েম (সম্পাদক- করপোরেট), সোহাম সরকার (সম্পাদক- ইনোভেশন), জোহাইর পূর্ণা (সম্পাদক- পাবলিকেশন), হামিদা জান্নাত মনি (সহ-সম্পাদক সোশ্যাল ওয়েলফেয়ার), রাইসা সাইয়ারা (সহসম্পাদক পাবলিকেশন), শারমিন মৌরি (সহসম্পাদক- সোশ্যাল ওয়েলফেয়ার), সরদার রাইয়ান আহমেদ (সহসম্পাদক- প্রশাসন), সিয়াম হাসান (সহসম্পাদক- প্রোকিউরমেন্ট), তাহেরা সিদ্দিকা (সহসম্পাদক- রিসার্চ), মেহবুবা অনয় (সহসম্পাদক- প্রমোশন), মরিয়ম আক্তার মায়া (সহসম্পাদক- মিডিয়া)। 


নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান এবং ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর প্রভাষক মো. মুনির মাহমুদ। এছাড়া প্রতিষ্ঠাকালীন সভাপতি সানজিদা মিম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সদ্যবিদায়ী সভাপতি শাহরিয়ার আবিরের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সহসভাপতি মুকিত হায়দার৷

নব নির্বাচিত সভাপতি আবির হাসান বলেন, "করোনা পরবর্তী বিশ্বে আমাদের নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সেজন্যে আমরা অনলাইন ও অফলাইন দু'মাধ্যমেই বেশ কিছু পদক্ষেপ হাতে নেয়ার ব্যাপারে ভাবছি৷ নিয়মিত স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের কিছু প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে সামনে এগিয়ে যাব।" 

উল্লেখ্য, সোসাইটি ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স ২০১৯ সালের ৫ মার্চ যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Social Welfare, Entrepreneurship এবং Model United Nations এই তিনটি বিভাগে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল