সময় জার্নাল প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করলেও এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ির চাপ বেশি থাকায় শনিবার মধ্যরাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। সেতুর উভয়পাড়ে আটকা পড়ে যানবাহন।
যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
যানবাহনের চাপ, যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজটের কথা স্বীকার করে যানজট নিরসনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সময় জার্নাল/এসএ