বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টার (এইচএইচসি) ব্র্যাকের সহযোগিতায় তরুণীদের জন্য ৮ দিনব্যাপী মার্শাল-আর্টস আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মহল কলেজ এবং নাসিরাবাদ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়-এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন তরুণী।
চীনা ও জাপানি মার্শাল-আর্টসের ব্যবহারিক কৌশলকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো প্রশিক্ষণ কর্মসূচি। এতে শুধু আত্মরক্ষার কলাকৌশল নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন ইসরাত জাহান ও ইব্রাহিম খলিল।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের ডিওআইএম নুসরাত জাহান বলেন, 'তরুণীদের জন্য ব্যবহারিক আত্মরক্ষা প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ক্ষমতাও বাড়ায়।'
হোপস অফ হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এসএম সাজ্জাদ উল ইসলাম বলেন, 'আমরা বিশ্বাস করি নিরাপত্তা আর আত্মবিশ্বাস থেকেই ক্ষমতায়নের শুরু। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণীরা জীবনের প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় হতে শিখবে।'
প্রশিক্ষক ইসরাত জাহান জানান, অংশগ্রহণকারীরা ঝুঁকি শনাক্ত করা, দ্রুত সঠিক প্রতিক্রিয়া জানানো এবং নিজেকে রক্ষা করার বাস্তব দক্ষতা অর্জন করবে। অপর প্রশিক্ষক ইব্রাহিম খলিল বলেন, 'মার্শাল-আর্টস কেবল শারীরিক কৌশল নয়, এটি দৃঢ় মনোবল ও শৃঙ্খলা গড়ে তোলে।'
৮ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রতিদিন হাতে-কলমে অনুশীলনের পাশাপাশি পরিস্থিতিভিত্তিক মহড়া, সঙ্গীভিত্তিক কার্যক্রম ও মানসিক প্রস্তুতির বিশেষ সেশন থাকছে বলে জানান আয়োজকবৃন্দ।
এমআই