নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি ডিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এ কে এম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাইয়ে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি ছিলেন। পদোন্নতির পর তাকে সিআইডিতে রাখা হয়। গত ১লা সেপ্টেম্বর নাহিদুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। তিনি একসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) ছিলেন।
আরও জানা গেছে, নাহিদুল মেহেরপুরে এসপি থাকাকালীন বিএনপি জামায়াতের লোকজন হরতালের সমর্থনে মিছিল করলে সরাসরি তিনি তাদের রাইফেল উচিয়ে গুলি করছিলেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়।
এমআই