বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থা বিরাজ করছিল। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাস-পরীক্ষা চালু করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও র্যাগিংবিরোধী জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের চিকিৎসা ও কল্যাণে বিশেষ মেডিকেল বোর্ড, বিনামূল্যে চিকিৎসা, ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। গবেষণায় অর্জন হিসেবে ২০২৫ সালের Nature Index-এ বেরোবি বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ডিজিটাল হাজিরা ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে। অবকাঠামো উন্নয়নে Academic Master Plan ও Engineering Master Plan হাতে নেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউট চালু এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ানোর উদ্যোগের কথা উল্লেখ করেন উপাচার্য।
তিনি বলেন, “এক বছরে কিছু সাফল্য এসেছে, তবে আরও অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে। সবার সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।”
সংবাদ সম্মেলন শেষে উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন গার্লস কমন রুম উদ্বোধন করেন।
এমআই