শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ডিআইইউতে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা

শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
ডিআইইউতে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা

মো. হৃদয়, ডিআইইউ প্রতিনিধি : 
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ) আগামী  ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ডিআইইউর ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৩ অক্টোবর (শুক্রবার) থেকে বিশ্ববিদ্যালয় যথারীতি চালু হবে। 

এছাড়া, হিসাব এবং ভর্তি ও তথ্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব কর্মসূচি অনুযায়ী ছুটি ভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময় ভক্তরা মণ্ডপে মণ্ডপে পূজা, আরাধনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দেবী দুর্গার বিজয় উদযাপন করে থাকেন। অশুভ শক্তির বিরুদ্ধে শুভের জয়ের বার্তাই এ উৎসবের মূল তাৎপর্য।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল