ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নাটোরেও ঢাকাগামী যাত্রীবাহী বাস দ্বিতীয় দিনের মত চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একতা পরিবহন ছাড়া ঢাকাগামী সকল শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
রোববার রাত ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়, যা অব্যাহত রয়েছে। নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলীর বাস চলাচল বন্ধ থাকলেও একতা পরিবহনসহ কয়েকটি লোকাল বাস এখনও চলাচল করছে ।
যাত্রীরা বলেন, হঠাৎ করে বাস বন্ধের খবরে পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। দুপুরে কাউন্টারে এসে দেখি সব বাস বন্ধ। অন্য যেসব বাস চলছে, সেগুলোর টিকিটও পাওয়া যাচ্ছে না।
শ্রমিক কর্মচারীদের অভিযোগ, বর্তমানে একটি আপ-ডাউন ট্রিপে চালক পান মাত্র ১২০০ টাকা, হেলপার ৬০০ টাকা এবং সুপারভাইজার স্বল্প বেতন পান। এছাড়া তিনজন স্টাফের খাওয়া দাওয়ার জন্য দেওয়া হয় মাত্র ১০০ টাকা, যা খুবই কম।
শ্রমিকদের দাবিগুলো হলো, একটি আপ-ডাউন ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা করতে হবে, সুপারভাইজারের বেতন ১১০০ টাকা এবং হেলপারের বেতন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে, খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা ও হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা দিতে হবে, প্রতিবছর বোনাসেরও দাবি তাদের। আন্দোলনকারীরা জানান, কয়েক দফার সময় নিয়েও মালিকপক্ষ দাবি বাস্তবায়ন না করায় তারা কর্ম বিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি না মানলে লাগাতার এ কর্মসূচি চলবে বলেও জানান তারা।
ভক্সপপ- চালক, কর্মচারী।
একতা পরিবহনের শ্রমিকরা জানান, একতা পরিবহনের বেতন তুলনামূলক বেশি হওয়ায় তাদের বাস চলাচল অব্যাহত রয়েছে।
এমআই