বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনে চলছে নানান আলোচনা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঢাকসু ও জাকসু নির্বাচন। তারই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ইকসু) গঠনতন্ত্রের প্রাথমিক খসড়া প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছয়টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বিশ্লেষণ করে আমরা একটি খসড়া করেছি। আগামী শনিবার এটি নিয়ে আমরা আবারও বসবো। ওইদিনই এটি নিয়ে আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবো। এরপর ২৭ তারিখে আমরা ছাত্রদের সঙ্গে বসে তাদের মতামত শুনবো।
তিনি আরও বলেন, আমাদের কমিটিতে দুইটি বিশ্ববিদ্যালয় থেকে আরও দুজন ডিন এবং একজন ব্যারিষ্টার আছেন। আমরা শনিবারে আবার বসে আলোচনা করে ছাত্রদের সঙ্গে আলোচনা করবো। তারপর এটি ওই দুজন ডিন এবং ব্যারিষ্টারের কাছে পাঠাবো তাদের মতামতের জন্য। এরপর পূজার ছুটি শেষে ৬ বা ৭ অক্টোবরে চূড়ান্ত কপি জমা দিব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্ররা যেদিন দাবি করেছে সেদিনই আমি ড্রাফট কমিটি করে দিয়েছি এবং ড্রাফট অলরেডি ফিনিশড। খুব শীঘ্রই এটাকে ফাইনালাইজ করা হবে। এরপর অতিদ্রুত এটা ইউজিসিতে পেশ করা হবে। কারন প্রধান উপদেষ্টার অফিস থেকে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ছাত্র সংসদগুলোর ব্যাপারে যেন মন্ত্রনালয় দ্রুত আইন মন্ত্রনালয়ের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা করে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নে গত ২৭ আগষ্ট ১১ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমআই