নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারও সঙ্গে আলাপ করতে চান না। এ কারণেই রাজনৈতিক নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলা থেকে বিরত থাকেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, 'আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।'
তিনি আরও বলেন, 'কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।'
এমআই