রাবিপ্রবি প্রতিনিধি:
দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকায় গত ২৯ সেপ্টেম্বর ‘স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ‘কালের কন্ঠ’ পত্রিকায় প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ অসত্য এবং সংবাদটিতে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে যার সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থার কোন মিল নেই। সংবাদে বলা হয়েছে ‘ভাড়া জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সংবাদে আরো বলা হয়েছে, ভাড়া বাসায় ক্লাসরুমের জায়গা নেই, শিক্ষকদের বসার জায়গা নেই। লাইব্রেরি, ল্যাবরেটরি তো অনেক দূরের কথা।’
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ ( ২০০১ সনের ৩৯ নং আইন) অনুযায়ী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম ২০১৫ সালের ৯ নভেম্বর শুরু হয় শহরের একটি বিদ্যালয়ে থেকে। এরপর ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরের অদূরে ৬৪.৫৪ একর নিজস্ব জমিতে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ২ টি একাডেমিক ভবন, ২ টি প্রশাসনিক ভবন, ১ টি সেন্ট্রাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, অত্যাধুনিক প্রশাসনিক ভবন-১, নিজস্ব পরিবহন পুল, ১৯৫২, ১৯৭১, ২০২৪ এর আকাঙ্ক্ষায় নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভ সহ ৫ টি বিষয়ে (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি) মোট প্রায় ১১০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিবৃন্দের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে আরো ৫ টি বিভাগ খোলার প্রক্রিয়া অনুমোদনাধীন রয়েছে। বর্তমানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে চারটি অত্যাবশকীয় ভবন হিসেবে একাডেমিক, প্রশাসনিক, ছাত্র ও ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। যেগুলো আগামী ৩০ জুন ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করবে।
প্রতিবাদলিপিতে আরে বলা হয়, দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ প্রতিবাদলিপিটি আপনার পত্রিকায় ছাপানো অনুরোধ জানাচ্ছি। সেই সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান নির্মাণাধীন কাজের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
একে