খালেদ হোসেন টাপু ,রামু:
কক্সবাজারের রামু রাবার বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের কোলালপাড়া রাবার বাগানে শ্রমিকরা রাবার কষ সংগ্রহ করতে এসে লাশটি দেখতে পান। একটি গাছের সাথে দড়ি বাঁধা অবস্থায় ছিলো লাশটি।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি রাজু শর্মা (২৪), পিতা মৃত রঞ্জিত শর্মা ও মাতা লক্ষি শর্মার সন্তান। রাজু শর্মা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়ার বাসিন্দা।তিনি পেশায় সেলুন ব্যবসায়ী।নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন রাজু। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন একি এলাকার গোপাল ধরের স্ত্রী অর্চনা ধরের সাথে ৫২ হাজার টাকার একটি লেনদেন ছিলো নিহত রাজু'র।রাজু নিখোঁজ থাকায় গোপাল ধরের পরিবার নিহতের স্বজনদের হুমকি ধমকিও দিয়েছেন একাধিকবার।এসময় নিহত রাজু শর্মার বড় ভাই ছোটন শর্মা জানান তারাই ঘটনাতে পারে এই ঘটনা।
ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ছাড়াও সিআইডি’র একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে। তারা লাশ উদ্ধারের স্থান ও আশপাশ ঘিরে বিস্তারিত তদন্ত কার্যক্রম চালায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার বিস্তারিত আলামত সংগ্রহ করা হয়েছে।পরিবারের খোঁজ পাওয়া গেছে,তারা মরদেহ সনাক্ত করেছেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এবং এর তিনদিন পর রাবার বাগান থেকে গাছের সাথে দড়িবাঁধা অবস্থায় রাজুর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এমআই