এম.পলাশ শরীফ, বাগেরহাট:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে মুক্তিপনের দাবিতে জিম্মি চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ডাকাত দলটির আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে। আজ
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কন্টিজেন্ট দল বনের শিবসা এলাকাঢ বিশেষ অভিযান শুরু করে। এ সময় কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ধাওয়া করে। এক পর্যায়
ডাকাতরা তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলার
ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। পরে
ডাকাতদের ট্রলারে থাকা চার জিম্মি জেলে উদ্ধার ও ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধারকৃত জেলেরা জানায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের কাছে মাথাপিচু ৪০ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপন দাবি করে। টানা ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপনের দাবিতে নির্যাতন করে আসছিল। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা ও দাকোপ উপজেলায়।
এমআই