ক্রীড়া প্রতিবেদক:
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। যেখানে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্য সামনের সময়টা এখন শুধুই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ। আর সে জন্য চলতি অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। এরই মধ্যে নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে তারা।
আন্তর্জাতিক বিরতিতে এ ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দের চূড়ান্তভাবে পরখ করে নেবে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে একাদশ ও খেলার ছক নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাবেন কোচরা। এবারের আন্তর্জাতিক বিরতিতে ১১ অক্টোবর প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়। মাঝখানে দুই দিন বিরতির পর ১৪ অক্টোবর শিকাগোয় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সে ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।
এ দুটি ম্যাচের জন্য তিন দিন আগেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তার স্কোয়াডে বেশির ভাগ পরিচিত মুখ থাকলেও চমকও আছে। রেসিংয়ের ২৮ বছর বয়সী গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেট সেন্টার ব্যাক লাওতারো রিভেরো ও পালমেইরাস মিডফিল্ডার আনিবাল মোরেনো প্রথমবারের মতো আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন।
আর্জেন্টিনার মতো ব্রাজিলও অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। সিউলে আগামী ১০ অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়ার আতিথ্য গ্রহণ করবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। মাঝখানে তিন দিন বিরতি। এরপর ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।
এ দুটি ম্যাচের জন্য ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। নেইমারকে বাইরে রেখে রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত করতে ও খেলোয়াড়দের দেখে নিতেই ম্যাচগুলো খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা।
একে