এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের উপর হামলা আহত হয় আহত ফরিদ শেখ(৩৭)কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ৭টার দিকে জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদ শেখ ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার মো. মান্নান শেখের ছেলে।
ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, ফরিদ শেখ মোটরসাইকেল যোগে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে ফিরোজ শেখ তার কয়েকসহযোগী নিয়ে নিয়ে ফরিদের উপর হামলা করে। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় ফরিদ গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে তার মাথায় ৬টি সেলাই লেগেছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা জানান, আহত ফরিদ কে চিকিৎসা দেওয়া হচ্ছে।মাথায় বেশ কিছু সেলাই লেগেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য ও দলীয় আভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ দুদিন আগে ফিরোজ শেখকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। গত শনিবার ফরিদ শেখ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মহানগর কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে জানতে চান, ফিরোজ শেখের বাবা মাচ্চর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ‘ফিরোজকে এলাকায় কিংবা ফরিদপুরে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি’-সে কিভাবে মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক হন!’ এর দুদিনের মাথায় হামলার ঘটনা ঘটলো।
ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মো. মামুন অর রশিদ জানান, স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া এ কমিটি হয়েছে দেড় বছর আগে। ফিরোজ ফরিদপুর মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক নয়, সহ ক্রীড়া সম্পাদক। তিনি বলেন, ‘দুই দিন আগে ফেসবুক পোস্ট আমি দেখেছি। ফিরোজের বাবা আওয়ামী লীগের নেতা কিনা তা আমার জানা নেই, তবে বাবা আওয়ামী লীগের নেতা হলে ছেলে বিএনপি, জামায়াত করতে পারবে না তা নয় ‘ তিনি দাবি করে বলে, ‘ফিরোজ আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, শুনেছি ধুলদি এলাকায় মারামারি হয়েছে এর জেরে একজন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
একে