ডিআইইউ প্রতিনিধি :
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের (ডিআইইউসিসি) প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এসটিসি প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয় পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন,একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উদ্দেশ্য হলো মুক্ত চিন্তার চর্চা, মুক্ত সংস্কৃতির বিকাশ, সকল মতবাদের অবাধ আলোচনা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ডিআইইউ কালচারাল ক্লাবের কার্যক্রম অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এই ক্লাব শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ওমর ফারুক, উপদেষ্টা, ডিআইইউসিসি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তিনি ক্লাবের সদস্যদের আন্তরিকতা ও সৃজনশীলতার প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিআইইউসিসির এক বছরের পথচলা ছিল চ্যালেঞ্জ ও সাফল্যের মেলবন্ধন। তারা বলেন, এই ক্লাব আমাদের ভালোবাসার জায়গা। আমরা চাই, ডিআইইউসিসি হোক এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং সংস্কৃতির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারবে।
উপস্থিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, ডিআইইউসিসির বর্ষপূর্তি আমাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দকে বহুগুণে বৃদ্ধি করে।
ক্লাবের প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক যৌথভাবে বলেন,ডিআইইউসিসি আমাদের পরিবারের মতো। এখানে আমরা শিখেছি, বেড়েছি এবং অসংখ্য স্মৃতি তৈরি করেছি। আমাদের লক্ষ্য—ডিআইইউসিসিকে এমন এক সাংস্কৃতিক পরিবারে রূপ দেওয়া, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে প্রকাশ করতে পারে।”
আগামীতে ডিআইইউ কালচারাল ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে। ক্লাবের স্বপ্ন—জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশ ও সংস্কৃতি চর্চার সুযোগ পাবে
একে