এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহবায়ক এম এ সালাম বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়ে ভোটারদের মন জয় করে ধানের শীষ প্রতীকে বিজয় করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পৌরপার্কে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাজির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস)’র সভাপতি সভাপতি মো. কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা এফ এম শামীম আহসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা যুবদলের সাবেক সভাপতি আয়ুব আলী মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলী সাদ্দাস হোসেন দীপ, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়া, গোলাম রসুল বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে এম এ সালামকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
এমআই