ক্রীড়া প্রতিবেদক:
বোর্ডে পুঁজি বেশি ছিলো না, মাত্র ১৭৮ রান। এই পুঁজি নিয়েই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। তবে শেষ রক্ষা হয়নি, পূরণ হয়নি প্রথমবার ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন। গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে আশা জাগিয়ে ইংলিশদের কাছে ৪ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বল হাতে রেখে জিতেছে ইংল্যান্ড।
অথচ ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ। এরপর আর ভুল করেনি ইংলিশরা। অভিজ্ঞ হিদার নাইট লোয়ার অর্ডারের চার্লি ডিনকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন। হিদার ৭৯ আর ডিন ২৭ রানে অপরাজিত থাকেন।
বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)।
ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।
তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন হিদার নাইট আর অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট। ১৯তম ওভারে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪১ বলে ৩২ করা নেটকে বদলি ফিল্ডার ফারজানা হকের ক্যাচ বানান লেগস্পিনার। ওই ওভারেই নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলেকে (০) এলবিডব্লিউ করেন ফাহিমা।
ফাহিমার তৃতীয় শিকার এমা লাম্ব। ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে মিডঅনে ক্যাচ দেন লাম্ব (১২ বলে ১)। ৭৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
থিতু হয়ে গিয়েছিলেন এলিস কেপসে (২০)। তাকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে আবারও উচ্ছ্বাসে ভাসান বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কিন্তু অভিজ্ঞ হেদার নাইট সেই স্বপ্ন পূরণ হতে দেননি। ফাহিমা খাতুন ১৬ রানে ৩টি আর মারফা আক্তার ২৮ রানে নেন ২টি উইকেট।
এর আগে বলতে গেলে একাই লড়লেন সোবহানা মোস্তারি। করেন লড়াকু হাফসেঞ্চুরি। শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খান। এই দুজনের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯.৪ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।
ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপ। আগের ম্যাচেই ৬৯ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে, জানা ছিলো আগেই। কঠিন পরীক্ষাই দিতে হলো।
গৌহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ব্যাটে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ রানেই সাজঘরে ফেরত যান। তারপরও ওপেনিং জুটিতে ২৪ রান তোলে বাংলাদেশ।
এরপর নিগার সুলতানাও রুবাইয়ার মতো ব্যর্থতার পরিচয় দেন। রানের খাতা না খুলেই আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ২৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দল।
সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শারমিন। দেখেশুনে খেলছিলেন, কিন্তু ত্রিশের ঘরে এসে খেই হারিয়ে ফেলেন তিনিও।
৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। সেট হয়ে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ।
সোবহানা একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। রিতু মনি তাকে সঙ্গ দিতে গিয়ে অনেক বল খেলেন। কিন্তু দলীয় সংগ্রহ একশ পার হওয়ার পর রান বাড়াতে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে যান। পারেননি। ফেরেন ক্যাচ দিয়ে। ৩৬ বলে ৫ রানে থামে রিতুর লড়াই।
ফাহিমা খাতুন (৭), নাহিদা আক্তাররাও (১) দাঁড়াতে পারেননি। দলকে দেড়শ পার করে দেন সোবহানা। শেষ পর্যন্ত ১০৮ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করে থামেন তিনি।
শেষদিকে রাবেয়া খান ঝড় তুলে আরও একটু এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ৬টি চার আর ১টি ছক্কা হাঁকান রাবেয়া।
এমআই