এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের আলিপুরে দোকানে শাটারে হেলান দিয়ে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত শ্রমিক ইছহাক মাতুব্বর(৫৫) জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।
নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের ৪টি মাটির চারি বা রিং বসানোর জন্য সকাল ১০টায় বাজার থেকে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। দুপুর ২টার দিকে লোকটি মাটি কেটে রিং বসানোর কাজ শেষ করে। পরে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হয় সে। খেয়ে ফেরার পথে বৃষ্টি হলে পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় জিসান মোল্লার অটো রিক্সার ব্যাটারি ও পার্টস এর বন্ধ দোকানের সামনে বসে শাটারের সাথে বিশ্রাম নিতে গেলে কারেন্টের শট খেয়ে মারা যান।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ আহিদুজ্জামান জানান, একজন মাটি কাটার শ্রমিক কাজ শেষ করে রাস্তার পাশের একটি দোকানের শাটারের সামনে বসে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা গেছে। বিদ্যুতের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। লাশ শনাক্ত করে পরিবারকে সংবাদ দেয়া হয়। দোকান বন্ধ থাকায় ও মালিকের নাম্বার রিসিভ না করায় দোকানের সামনে পড়ে থাকা মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই