মো: মঈন উদ্দিন রায়হান : বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সোমবার (৮ মার্চ) সকালে উদযাপিত হয়েছে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গৃহায়ণ ও গণর্পুত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উদ্বোধক হিসেবে কেক কেটে ও বেলুন ওড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এসময় ময়মনসিংহ সিটি মেয়র মো.ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মো: এনামূল হক, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, ড. নুরুল্লা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে দিনব্যাপী মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ৮ মার্চ ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।
সময় জার্নাল/এমআই