স্পোর্টস ডেস্ক:
জয় ছাড়া বিক্ল্প ছিল না আগের ম্যাচেই। ঘরের মাঠে হংকং, চায়নার বিপক্ষে সে ম্যাচে হেরে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ। তারপরও যদি-কিন্তুর হিসেব মিললে ফিকে হওয়া স্বপ্নটা ধরা দিতে পারে। তার আগে চাই হাতে থাকা তিন ম্যাচে জয়। যার প্রথমটি আজ হংকং, চায়নার বিপক্ষে। কিন্তু এমন ম্যাচে রক্ষণাত্মক একাদশই সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ‘বাস পার্ক’ ফরমেশন খেলবে লাল সবুজেরা।
সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে ফিরেছেন শমিত সোম। মিডফিল্ডের নেতৃত্বে হামজা দেওয়ান চৌধুরী। এছাড়া আছেন সোহেল রানা সিনিয়র ও শেখ মোরছালিন। আগের ম্যাচের একাদশ থেকে জায়গা হারিয়েছেন সোহেল রানা জুনিয়র।
মিডফিল্ডে ঘরের মাঠে বদলি হিসেবে নেমেছিলেন অধিনায়ক জামাল ভূইয়া। এই ম্যাচেও তাকে বেঞ্চেই বসিয়ে রাখছেন কোচ। তবে মূল একাদশে ফিরেছেন তপু বর্মন। আগের ম্যাচে বিরতির পর বদলি হিসেবে নামা অভিজ্ঞ ডিফেন্ডারের হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
আজকের একাদশ ৫জন ডিফেন্ডার নিয়ে সাজিয়েছেন কাবরেরা। সেন্টার ব্যাকে তপুর সঙ্গে থাকছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে- জায়ান আহমেদ, রাইট ব্যাকে- সাদ উদ্দিন।
ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন। তবে এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি প্রবাসী ফুটবলার ফাহমিদুলের। আর গোলবারের নীচে মিতুল মারমার ওপরই ভরসা রাখছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।
এমআই