রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিন ঘণ্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রের ফলাফল পর্যালোচনায় দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় গড়ে ৩১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত এক নম্বর ভোটকেন্দ্রে ২২ শতাংশ, চার নম্বর ভোটকেন্দ্রে ৩৬ শতাংশ, ৯ নম্বর ভোটকেন্দ্রে ৩০ শতাংশ, ১০ নম্বর ভোটকেন্দ্রে ৩৩ শতাংশ, ১৫ নম্বর ভোটকেন্দ্রে ৩০ শতাংশ, ১৬ নম্বর ভোটকেন্দ্রে ৩৫ শতাংশ ভোট পড়েছে।
রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদের ৩০৫ জনসহ সিনেট ও হল সংসদ নির্বাচনে মোট ৪৩টি পদে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১০টি প্যানেল ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন ছাড়াও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলের মোট ২৫৫ টি পদের মোাট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন (৩৯.১ শতাংশ) ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন (৬০.৯ শতাংশ)।
একে