নিজস্ব প্রতিবেদক: বিখ্যাত ভূ-রাজনৈতিক অর্থনীতিবিদ প্রফেসর সৈয়দ আহসানুল আলামকে বিমান বাহিনীর (বিএএফ) এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার সম্মানজনক বিএএফ ক্যাপ ও পিন প্রদান করেছেন। ২৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তাকে এই সম্মান প্রদান করা হয়।
প্রফেসর আহসানুল আলাম বলেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে, ২৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় বৈঠকের পর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার মহোদয় আমাকে বিএএফ ক্যাপ ও পিন প্রদান করে সম্মানে ভূষিত করেছেন। আল্লাহ বিএএফ পরিবারের প্রত্যেক সদস্যকে রক্ষা করুন এবং আশীর্বাদ করুন।”
এই ঘটনা বিমান বাহিনীর সাথে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। প্রফেসর আহসানুল আলামের অবদান ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপকভাবে স্বীকৃত।
এমআই