আহসান শামীম, চবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা কর্তৃক আয়োজিত শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টস সাইন্স বিভাগ।
শুক্রবার(১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডাঃ এ কে এম ফজলুল হক।
ছাত্রশিবির কতৃক এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীর রওশন আলী বলেন," আমরা শিবিরের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমরা চাই শিবির এমন ইতিবাচক আয়োজন করুক যাতে আমরা এমন সব সুন্দর আয়োজন উপভোগ করতে পারি।"
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন," ৫ আগস্টের পর থেকে আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করছি। আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করেছি তার প্রতিদান আমরা ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছি। আমাদের টার্গেট শুধু ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত না, আমরা নির্বাচিত প্রতিনিধিদের সহযোগী হিসেবে নিজেদের(শিবিরের) কাজ চালিয়ে যাবো শিক্ষার্থীদের স্বার্থে।"
উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তৌহিদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই