আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনা ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনো আরও কাজ বাকি আছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যাল্যান্ডেল বিচে রোববার এ আলোচনা হয়। এতে ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রাস্টেম উমেরভ। যিনি দুর্নীতিবিরোধী অভিযানের পর পদত্যাগকারী আন্দ্রিই ইয়ারমাকের স্থলাভিষিক্ত হিসেবে নতুন প্রধান আলোচক।
বৈঠকে আরও ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। উইটকফের আগামী সপ্তাহে মস্কো সফরের কথা রয়েছে।
দুই সপ্তাহের টানা কূটনৈতিক তৎপরতার মাঝে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্রের এক ২৮ দফা শান্তি পরিকল্পনা ফাঁস হওয়ার পর, যা ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের বিস্মিত করে-পরিকল্পনাকে তারা রাশিয়ার পক্ষে ঝুঁকে থাকা হিসেবে দেখেছিল।
মার্কো রুবিও বলেন, ‘এটা শুধু লড়াই থামানোর শর্ত নয়, বরং ইউক্রেনের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করার শর্তও। আজ আমরা সে পথে এগিয়েছি, তবে আরও কাজ বাকি।’
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রাস্টেম উমেরভ বলেন, আলোচনায় ইউক্রেনের ভবিষ্যৎ, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের কথা শুনছে, সমর্থন দিচ্ছে, পাশে কাজ করছে।’ বৈঠককে ‘সফল ও ফলপ্রসু’ হিসেবে বর্ণনা করেন তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা ‘ভালোই চলছে’ এবং যুদ্ধ থামাতে একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।
ট্রাম্প জানান, উইটকফ এবং সম্ভবত কুশনারকেও তিনি পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পাঠাবেন।
সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, আলোচনায় গঠনমূলক অগ্রগতি এবং সব ইস্যু খোলামেলা আলোচনা হওয়া জরুরি-যার লক্ষ্য ইউক্রেনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান।
এক ঘনিষ্ঠ সূত্র এএফপিকে জানায়, আলোচনাগুলো ‘সহজ নয়’, তবে ‘সকলেই গঠনমূলক থাকতে চাইছে এবং সমাধানের পথ খুঁজছে’।
জেলেনস্কি সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের জন্য যাবেন।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে লক্ষাধিক সৈন্য হতাহত হয়েছে, নিহত হয়েছে বহু বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৭০ লাখ মানুষ। সূত্র: বিবিসি।
এমআই