মুহ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে সহ দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রীর শারমিন সুলতানা (২৬) ও তাদের ছেলে মুস্তাকিম(৮)।
আহতরা হলেন, মোয়াজ্জে হোসেন (৫০), আইনুল হক(৩৮), নুরুজ্জামান (৫০), তাপস (৩০),মনোরায়া খাতুন(৫৫), মিনু (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাটকেলঘাটা এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মহেন্দ্র বেলা ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মহেন্দ্রটি রাস্তার উপর উল্টে গিয়ে মহেন্দ্র যাত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মুস্তাকিম ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো আটজন। আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআই