শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

হাদি তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, কেউ সরাতে পারবে না: জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা

শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
হাদি তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, কেউ সরাতে পারবে না: জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসেনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রিয় হাদি আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তোমার কাছে আমরা ওয়াদা করতে আসছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তুমি আমাদের এমন এক মন্ত্র এনে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। তোমার মন্ত্র ছিলো বল বীর চির উন্নত মম শির, এই চির উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো; সেটা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই যতদিন বেঁচে থাকবো, ততদিন নিজের কাছে বলবো বল বীর চির উন্নত মম শির।’

তিনি আরও বলেন, ‘আমাদের শির কখনো নত হবে না। যেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমরা প্রত্যেকে সেটা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলব, কারও কাছে মাথা নত করব না। প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কীভাবে করতে হবে, সেটার দিক দেখিয়ে দিয়ে গেছো। কীভাবে প্রচারণা চালাতে হয়, মানুষের কাছে যেতে হয়, মানুষকে কষ্ট না দিয়ে বক্তব্য প্রকাশ করতে হয়, কীভাবে মানুষের কাছে বিনীত হতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো।’

ড. ইউনূস বলেন, ‘আমরা এই শিক্ষাগ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই, আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিকে এই পর্যায়ে আনতে চাই। যাতে হাদি আমাদের জীবনে প্রত্যেকের মাঝে জাগ্রত থাকে। হাদি তুমি হারিয়ে যাবে না, কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, তুমি তোমার মন্ত্র পুরোপুরি আমাদের মনে করিয়ে দেবে, আমরা মনে করিয়ে দেব বল বীর চির উন্নত মম শির। এই মন্ত্র নিয়ে আজকে আমরা সামনে এগিয়ে যাবো। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে রেখে গেলাম, আমরা সবসময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবে।’

এরপর দুপুর আড়াইটার দিকে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন।

জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। যোগ দেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। এছাড়া ঢাকা বাইরে বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল