বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী জানুয়ারিতে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং তার সহকর্মী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।
নববর্ষের দিনে আয়োজিত একটি ব্লক পার্টিতে নির্বাচিত মেয়র মামদানির আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানের তত্ত্বাবধান করবেন স্যান্ডার্স। আর তার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ মধ্যরাতে, মামদানিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করাবেন লেটিশিয়া জেমস।
এই আয়োজনগুলো নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামদানির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, বার্নি স্যান্ডার্সের "আপসহীন প্রগতিশীল মূল্যবোধই মামদানিকে প্রথমবার নির্বাচনে লড়ার অনুপ্রেরণা জুগিয়েছিল।"
এক বিবৃতিতে মামদানি বলেন, "যাদের আমি বছরের পর বছর ধরে শ্রদ্ধা করে এসেছি, সেই দুই নেতা—অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছ থেকে শপথ নেওয়া আমার জন্য অনেক সম্মানের। অ্যাটর্নি জেনারেল জেমস নিউইয়র্কবাসীদের রক্ষায় শক্তিশালী স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে লড়েছেন এবং আইনের চোখে সমান বিচারের আদর্শকে ফুটিয়ে তুলেছেন।"
প্রথমবারের মতো এনবিসি নিউইয়র্কই জানায়, বার্নি স্যান্ডার্স মামদানিকে শপথবাক্য পাঠ করাবেন।
মামদানি বলেন, "সিনেটর বার্নি স্যান্ডার্স শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার প্রতি তার অবিচল অঙ্গীকার এবং গুটিকয়েক মানুষের পরিবর্তে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত সরকারের প্রতি তার বিশ্বাসের মাধ্যমে আমাদের আন্দোলনের ভিত্তি স্থাপন করেছেন। নিউইয়র্ক সিটির জন্য একটি নতুন যুগের সূচনা করতে এই দুই নেতার (স্যান্ডার্স ও জেমস) চেয়ে ভালো কেউ হতে পারে বলে আমি মনে করি না।"
গত মাসের নির্বাচনে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করা মামদানি আগামী ১ জানুয়ারি দেশটির বৃহত্তম এই শহরের মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন (এবং তিনি হতে যাচ্ছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র)। মামদানি বার্নি স্যান্ডার্সকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন; স্যান্ডার্স তার দুটি প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয়ভাবে যে প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করেছিলেন, মামদানিও তাদের সমর্থন দারুণভাবে কাজে লাগিয়েছেন।
জেমস ছিলেন মামদানির অন্যতম প্রধান সমর্থক, অথচ সেই রাজ্যের অনেক প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা এই প্রগতিশীল প্রার্থীর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিলেন। তিনি মামদানিকে প্রকাশ্যে সমর্থন দেওয়া রাজ্য পর্যায়ের প্রভাবশালী নেতাদের একজন ছিলেন।
র্যাঙ্কড-চয়েস পদ্ধতিতে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ভোটাররা পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে র্যাঙ্ক করার সুযোগ পান। এই পদ্ধতির আওতায় জেমস ঘোষণা দেন, তিনি তার ব্যালটে মামদানিকে তৃতীয় স্থানে রেখেছেন।
অক্টোবরে, একটি মর্টগেজ ঋণসংক্রান্ত জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ার (যা পরে একজন ফেডারেল বিচারক খারিজ করে দেন) কিছুদিন পরই মামদানির সঙ্গে একটি সমাবেশে বক্তব্য দেন জেমস। সে সময় তিনি বলেন, 'তিনি এই শহরের জন্য একটি ভালো ভবিষ্যতের লড়াই করা একজন নেতা। আর তিনি আমার মতোই জানেন, আক্রমণের শিকার হওয়া, কটু কথা শোনা, হুমকি পাওয়া ও হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা কেমন।'
এমআই