এস এম জহিরুল ইসলাম, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ কর্মসূচি টানা প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। বিক্ষোভকারীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ এ পয়েন্টে অবস্থান নিয়ে ন্যায়বিচারের স্লোগানে মুখর করে তোলেন এলাকা। তাদের একটাই দাবি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
অবরোধের ফলে কিছু সময়ের জন্য ঢাকা ও ময়মনসিংহমুখী যান চলাচল স্থবির হয়ে পড়ে। সড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, নারী ও শিশুসহ দূরপাল্লার যাত্রীরা।
বিক্ষোভকারীরা ক্ষোভের সঙ্গে বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন একজন নিরপরাধ মানুষ। তার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দিয়েছে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।
কর্মসূচির দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং জনদুর্ভোগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে বিক্ষোভকারীরা মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।
এমআই