এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
সারাদেশের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক পালন করায় এবার বই উৎসব কোনো উৎসবমুখর আয়োজন ছাড়াই সংযত পরিবেশে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলার ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। শোকের কারণে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না করে শিক্ষার্থীদের হাতে ব্যক্তিক্রমে ও শান্ত পরিবেশে বই তুলে দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন জানান, এ বছর উপজেলায় প্রায় ২০ হাজার শিক্ষার্থী বিনামূল্যে নতুন পাঠ্যবই পেয়েছে। তিনি বলেন, “জাতীয় শোকের কারণে বড় কোনো আয়োজন করা হয়নি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “শোকের মধ্যেও শিক্ষাবর্ষের কার্যক্রম ব্যাহত না করে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাই আমাদের মূল লক্ষ্য।”
শিক্ষকরা জানান, আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বই পেয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট ও আনন্দিত ছিল। অনেক অভিভাবকও সময়মতো বই বিতরণ করায় সন্তোষ প্রকাশ করেন।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বাইরে কিছু কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র ছিল ভিন্ন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সীমিত পরিসরে ও নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়। এ নিয়ে শিক্ষাঙ্গনে ভিন্ন ভিন্ন চর্চার চিত্রও দেখা গেছে।
উল্লেখ্য, প্রতিবছর জানুয়ারির প্রথম দিনে দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হলেও এ বছর জাতীয় শোকের কারণে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত ও ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এমআই