সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৩২০০ বছরের প্রাচীন তাম্রলিপ্ত সভ্যতা বিবর্তন নিয়ে ১৪ টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং রাজ্যের মৎস্যমন্ত্রী ডঃ বিপ্লব রায়চৌধুরী মহোদয়ের হাত ধরে আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন হলো। রামকৃষ্ণ মিশনের প্রণম্য মহারাজের বৈদিক মন্ত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ডঃ সুমন পাল ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসী ভগবান বুদ্ধের বাণী পাঠ করে আলোচনা সূচিত হয়। এই আলোচনা সভা ৩ দিন ধরে ২৬- ২৮ ডিসেম্বর পর্যন্ত চলেছে। যেখানে দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের ইউনাইটেড নেশন পিস/ শান্তিদূত বৌদ্ধ সন্ন্যাসী, গবেষক ও অধ্যাপক , ছাত্র ছাত্রী সব মিলিয়ে প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। নেপালের কৃষি বিজ্ঞানী ডঃ রাজেন্দ্র উপ্রেতি, জেলা প্রশাসক প্রেম প্রকাশ উপ্রেতি উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সম্পাদক তথা আহ্বায়ক ডঃ দীপেন্দ্র নারায়ণ রায় তিনি ময়ূর রাজবংশের ৬৪তম রাজ পরিবারের সদস্য হিসাবে তাম্রলিপ্ত সভ্যতার বিকাশ এবং বিশ্ব শান্তি স্থাপনে অবদান, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিশেষ সহযোগিতা ইত্যাদি সম্পর্কে তুলে ধরেন।
বৈদেশিক প্রতিনিধি, শিক্ষাবিদ তথা ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আন্তর্জাতিক মানের একটি বই প্রকাশিত হয় ।বইটির নাম 'তাম্রলিপ্ত ক্রস রোডস অফ ফেইথ, ট্রেড এন্ড কালচার ইন এনসিয়েন্ট এশিয়া' । বইটিতে ১১ টি চ্যাপ্টারে ভাগ করা হয়। দেশ বিদেশের ১১জন অধ্যাপক ও গবেষক বই টি পূর্ণাঙ্গ রূপ দেন। বইটিতে বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন প্রধান সম্পাদক এবং সহযোগী অধ্যাপিকা মিলি রহমান কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাম্রলিপ্ত ময়ূর রাজবংশের ৬৪তম সদস্য ড. দীপেন্দ্রনারায়ন রায় প্রধান উপদেষ্টা বই টি বিশ্লেষণ করে প্রকাশের ছাড়পত্র দেয়। প্রথম অংশটি ইন্ট্রোডিউস অফ তাম্রলিপ্ত সিভিলাইজেসন। এই অংশটি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক এবং ভূ-পরিবেশ বিজ্ঞানী ডঃ প্রণব সাহু। এছাড়া লেখেন রাজা এনএল খান মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর স্বপ্না ঘোড়াই ,বইটিতে চ্যাপ্টার লেখেন জাতীয় কৃষি বিজ্ঞানী ডঃ কাঞ্চন কুমার ভৌমিক , বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সহযোগী অধ্যাপক মিলি রহমান, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন, কানাডিয়ান ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জাহিরুল হক, এবং অন্যান্য গবেষক ও অধ্যাপক।
এ ছাড়াও কনফারেন্স এ ' দ্য জার্নি অফ তাম্রলিপ্ত পিকক ডাইনাসটি ' উপরে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। যে তথ্য চিত্রটি ইতিমধ্যে দেশের ১১ টি দেশের বাইরের দেশে পরিবেশিত হচ্ছে। তথ্যচিত্রটি পরিচালনা করেন অধ্যাপক ডঃ প্রণব সাহু এবং প্রযোজনায় রয়েছেন ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় , সমন্বয়ক হিসেবে রয়েছেন অধ্যাপক ডঃ কাঞ্চন কুমার ভৌমিক এবং সম্পাদনা করেছেন শিক্ষক অরিন্দম দাস এবং গবেষণা ও নির্মাণে ছিলেন ট্রপিকাল ইনস্টিউট ওয়ার্ড এন্ড এনভারমেন্টাল রিসার্চ ।
উক্ত কনফারেন্স এ অধ্যাপক ডক্টর প্রণব সাহু জানান এই ধরনের প্রাচীন সভ্যতার ভূপরিবেশগত বিবর্তন একসময় এখানে নয় থেকে এগারো হাজার বছর আগে সমুদ্রের উপকূলের অবস্থান ছিল ।তারপর ছয় থেকে সাত হাজার বছর আগে এই সময় কৃষি কাজের মাধ্যমে জনপদ তৈরি । প্রায় ৩২০০ বছর আগে এই ঐতিহাসিক তাম্রলিপ্ত সভ্যতার সূচনা হয় ময়ূর রাজবংশের হাত ধরে। অধ্যাপক প্রণব বলেন আর্কিওলজিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী ২৫০০ হাজার বছরের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলে । এবং খ্রীষ্টপূর্ব ৩৫০ বছর থেকে খ্রীষ্টাব্দ ৮০০ বছর পর্যন্ত প্রায় ১১৫০ বছর ধরে তাম্রলিপ্ত পোর্টের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য চলতো ।
এই জ্ঞানের মিলন মেলায় মোট তিরিশটি গবেষণা পত্র পাঠ, দুটি বই প্রকাশ এবং তথ্য চিত্র প্রদর্শীত হয়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৌভিক গাঙ্গুলি বলেন প্রায় তিন হাজার বছরের পুরনো মনুষ্য ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। এবং পাঁচ হাজার বছরের প্রাচীন জনপদের নমুনা বেশ কিছু পাওয়া যায়। নেপালের কৃষি বিজ্ঞানী ড. রাজেন্দ্র উপ্রেতি, জেলা শাসক প্রেম প্রকাশ উপ্রেতি উপস্থিত ছিলেন। তাছাড়া থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, জাপান, অস্ট্রেলিয়া সহ শ্রীলঙ্কা প্রভৃতি দেশের বৌদ্ধ সন্ন্যাসী গবেষক ছিলেন। তাদের মধ্যে কম্বোডিয়ার ইউনাইটেড নেশন পিস গবেষক প্রণম্য ভেনরাব্যল ইয়ান সকনে, মরম সেভন, চুন আমানত এবং থাইল্যান্ড এর গবেষক আননতোচাই অন্যতম। প্রত্যেকের গবেষণায় উঠে এসেছে যে বৌদ্ধ ধর্মের প্রসার, বাণিজ্য এবং শান্তি স্থাপনে প্রাচীন তাম্রলিপ্ত বন্দর সভ্যতা ও ময়ূর রাজবংশের ভুমিকা যথেষ্ট ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. এম এ সঠিক বলেন প্রাচীন তাম্রলিপ্ত ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। তার রূপরেখা তুলে ধরেন। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড গোবিন্দ চন্দ্র করের লেখা তাম্রলিপ্তের ওপর বই প্রকাশিত হয়। রাজপরিবারের সদস্যা নন্দিনী রায় সর্বদা সমাজের পিছিয়ে পড়া স্থানীয় অধিবাসীদের সেবা দান করে আজও রাজধর্ম পালন করে চলেছেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে তিন দিনের এই সম্মেলন শেষ হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যিক রাজীব শ্রাবন, ক্যলকাটা গার্লস কলেজ ও মেদিনীপুর গোপ কলেজের অধ্যক্ষা ডঃ স্বপ্না ঘোড়াই ও বিভাগীয় অধ্যাপিকাগণ। ভারত সরকাররের আর্কিওলজিক্যল সার্ভে অব ইন্ডিয়ার প্রাক্তন ডাইরেক্টর জেনারেল ডঃ গৌতম সেনগুপ্ত, অধ্যাপক সুনীল পট্টনায়ক প্রমুখ l
একে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল