বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাপানের দেয়া উপহারের ৭ লাখ টিকা দেশে পৌঁছেছে

শনিবার, জুলাই ৩১, ২০২১
জাপানের দেয়া উপহারের ৭ লাখ টিকা দেশে পৌঁছেছে

সময় জার্নাল প্রতিবেদক : জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকা বহনকারী বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল