আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিবেদক:
গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।
শনিবার (১০ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকা মোংলা পৌর শহরে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি। তার নির্বাচনী এলাকা বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) মোংলা এর বিভিন্ন ওয়ার্ডে গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে এনসিপির প্রার্থী মোল্যা রহমাতুল্লাহ জানান, বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়, সেজন্য আমি গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।
এসময় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা প্রতিনিধি মো:আবু হাসান, মোংলা উপজেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারি আব্দুল্লাহ মেরিন, পৌর এনসিপি নেতা সোহেল হোসেন এবং বাগেরহাট জেলা যুব শক্তির রিপন হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
একে