মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তার নিজ বিদ্যাপিঠ নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল এগারোটায় এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দীন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীতে ডাবল মার্ডারের আসামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে পুলিশ এসে নলছিটি থেকে গ্রেপ্তার করতে পারে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে শরীফ ওসমান বিন হাদির খুনিদের সরকার ধরতে পারছে না। এটা খুবই দূঃখ জনক এবং সরকারের উদাসীনতার বহিঃপ্রকাশ। সবশেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
এমআই