আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এ তথ্য সাংবাদিকদের জানান তিনি।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাতেই নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি তাকে উপহার হিসেবে দিয়েছি।’ তার ভাষ্য, এটি ছিল ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি’। খবর বিবিসির।
এর আগে এই বিরোধীদলীয় নেত্রী তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব করেছিলেন। তার এমন মন্তব্যের পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছিল, ‘একবার নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার পর তা প্রত্যাহার করা, ভাগ করা বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।’ ২০২৫ সালে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, ‘এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।’
মাচাদো বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেল সিমন বলিভারকে একটি মেডেল দিয়েছিলেন- যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। সেই ইতিহাস স্মরণ করেই ডোনাল্ড ট্রাম্পকে মেডেল দিয়েছি।’
এমআই