চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারী শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নুর ইসলাম মোল্লা।
এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই