বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
শাকসু নির্বাচনের দাবিতে নাটোরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে অবিলম্বে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর সদর -২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদুল ইসলাম,য জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে পরাজিত হওয়ার পর বাংলাদেশের একটি ছাত্র সংগঠন ও তাদের মূল দল পরাজয়ের ভয়ে নির্বাচনকে বানচাল করার নানা অপকৌশল চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে সেই দলের ফ্যাসিবাদী আচরণকে ইতিমধ্যেই বয়কট করেছে। যার ফলে সারা দেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শিবিরকে বিজয়ী করছে এতে ভীত হয়ে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন নিয়ে তালবাহানা করছে। জাতীয় নির্বাচনেও এদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ওই দলকে বয়কট করে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে, ইনশাআল্লাহ।
এমআই