মো বাঁধন হোসেন, হাবিপ্রবি সাংবাদদাতাঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডা.এস এম কামরুল হাসান জানিয়েছেন, এই ফ্যাকাল্টির আওতাভুক্ত ডিগ্রিগুলো বর্তমানে দেশের সবচেয়ে ডিমান্ডেবল ডিগ্রির মধ্যে অন্যতম। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং কৃষি ইঞ্জিনিয়ারিং—এই বিষয়গুলোতে প্রদত্ত ডিগ্রির মান দেশে ও দেশের বাইরে অত্যন্ত গ্রহণযোগ্য ও সম্মানজনক। এখান কার অধিকাংশ শিক্ষক গন বিশ্বের বিভিন্ন দেশের ( আমেরিকা, কানাডা,অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া) বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অজর্ন করেছেন।
প্রফেসর ডা.এস এম কামরুল হাসান বলেন, হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে পাস করা বহু শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্মানের সঙ্গে শিক্ষকতা করছেন। এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য।
তিনি আরও জানান, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বর্তমানে দেশের বাইরে উচ্চশিক্ষা( মাস্টার্স, পিএইচডি) ডিগ্রি অর্জনে বিদেশে গেছেন। ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর গবেষণায় যুক্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ডা.এস এম কামরুল হাসান বলেন, এক সময় ল্যাব সুবিধা ও শিক্ষক সংকট থাকলেও বর্তমানে তা অনেকাংশে উন্নতি করেছে। আধুনিক ল্যাব স্থাপন, নতুন যন্ত্রপাতি সংযোজন এবং শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা ও গবেষণার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আগামী দিনে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং এখান থেকে গড়ে ওঠা গ্র্যাজুয়েটরা দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআই